Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ১৮ ইটভাটাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মাগুরায় ১৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। গত বুধবার সদর উপজেলার বাগবাড়িয়া, পাতুড়িয়া, কছুন্দি, খসর্দারের কছুন্দি, আলোকদিয়া ও পুখুরিয়া গ্রামে এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করার পাশাপাশি ভাটার ট্রাক্টর মাটির সাথে মিশিয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, ওই এলাকায় ৫টি ব্যারেল চিমনি, ১০টি ফিক্সড চিমনি ও ৩টি জিকজ্যাক ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভাটাগুলো থেকে মোট ১২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকারসহ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ