রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় ১৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। গত বুধবার সদর উপজেলার বাগবাড়িয়া, পাতুড়িয়া, কছুন্দি, খসর্দারের কছুন্দি, আলোকদিয়া ও পুখুরিয়া গ্রামে এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করার পাশাপাশি ভাটার ট্রাক্টর মাটির সাথে মিশিয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানান, ওই এলাকায় ৫টি ব্যারেল চিমনি, ১০টি ফিক্সড চিমনি ও ৩টি জিকজ্যাক ভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভাটাগুলো থেকে মোট ১২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকারসহ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।