Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে প্রধান শিক্ষককে শোকজ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দিনাজপুরের পার্বতীপুরে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বাধ্যতামূলক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দেয়ার ঘটনায় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামনকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ শিথুন মুন্নী এ পদক্ষেপ গ্রহণ করেন।
তদন্ত কমিটির অপর ২ সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ শিথুন মুন্নী জানান, ১৮ শিক্ষার্থীকে বাধ্যতামূলক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দেয়ার ঘটনায় জমিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে শোকজ করা হয়েছে। এছাড়া ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ