Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘প্রবাসে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে’

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মুজিববর্ষের আহŸান দক্ষ হয়ে বিদেশ যান এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরে বৈদেশিক কর্মসংস্থারের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।
সেমিনারে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ প্রবাসী কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবছর প্রতি উপজেলা থেকে ১ হাজার করে যুব বা যুবা মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষে চলতি বছরে সাড়ে ৭ লাখ কর্মীর প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ গমনেচ্ছুকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ছয়টি আইএমটিতে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ চলছে। তাদেরকে ইংরেজী, আরবি, জাপানীজ, কোরিয়ান ও ক্যান্টনীজ ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষিত কর্মীদের প্রবাসে যাওয়ার ব্যাপারে সহজ করতে একটি ডাটা ব্যাংক তৈরি করা হয়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কাজ করছেন এবং ২০১৮-১৯ অর্থ বছরে তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ১৬.৪ বিলিয়ন ডলার-যা বৈদেশিক রিজার্ভ মুদ্রার ৫০ শতাংশ। উক্ত সেমিনারে সদর উপজেলার জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ