পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রংপুর কর্পোরেট শাখায় ‘বঙ্গবন্ধু কর্নার’ শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। সম্প্রতি রংপুর সফরকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সোনালী ব্যাংকের রংপুর কর্পোরেট শাখায় বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য কর্মজীবন ও কীর্তিসমূহ বঙ্গবন্ধু কর্নারে তাঁর রাজনৈতিক ও কর্মজীবনের ঐতিহাসিক অধ্যায় এবং কীর্তিসমূহের আলোকচিত্র স্থান পেয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে রংপুরের বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. ছায়েদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ মো. তৌহিদুল হক, মো. বারেক চৌধুরী, রংপুর কর্পোরেট শাখার ম্যানেজার মোসা. নাসিমাতুল জান্নাতসহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।