পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ২১ হাজার ২২২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের আলামত মেলেনি। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান। বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ২১ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর থেকে এ পরীক্ষা করা হচ্ছে। গত ৭ ফেব্রæয়ারি থেকে সব এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকায় আসার পর বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হচ্ছে। তবে বিশেষ সতর্কতা জারির সময় শুধু চীনফেরত যাত্রীদের এই পরীক্ষা করা হতো। বিমানবন্দর সূত্র জানায়, পরীক্ষা করা যাত্রীদের মধ্যে ১৮ জনের জ্বর ছিল। একজনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর কোনো যাত্রীর মধ্যে আতঙ্কের মতো কিছু পাওয়া যায়নি। কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।