রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আ.লীগের প্রেডিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষকদের যাতে ধান কাটতে ও লাগাতে সুবিধা হয় সেই জন্য অর্ধেক দাম দিয়ে ধান কাটার ও লাগানোর মেশিন কিনে দিবে। বর্তমান সরকারের ১১ বছরের সারের দাম এক টাকাও বাড়েনি। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই তিনি গত রোববার রাতে আড়াইহাজার উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।
নজরুল ইসলাম বাবু এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, আড়াইহাজার উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন ২৫ টাকার সারের দাম কমিয়ে ১২ টাকা করতে। বিগত জোট সরকারের আমলে কৃষকরা ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থেকে সার কিনতে পারেনি। বর্তমানে দেশ অর্থনীতি উন্নয়নের শিহরে দাড়িয়েছে। বিগত সরকার ধ্বংস করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের নিয়ে চিন্তা করেন। এর আগে মন্ত্রী উপজেলার বিশনন্দীতে নির্মানাধীন ফলিত ও পুষ্টি গবেষণা ইনস্টিটিটিউট এর বোর্ড সভায় যোগদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।