Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদের ছড়া

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নাড়ির টানে
মিলন সরকার

ঈদ এলে খোকা যাবে বাড়ি
ধরেছে মায়ের সাথে আড়ি
সেখানে যে তার পোঁতা আছে নাড়ি।

নাড়ির টানে ছুটলো খোকা বাড়িতে
ঝিক্ ঝিক্ ঝিক্ রেল গাড়িতে
আনন্দে হাত-পা নাড়িতে নাড়িতে।

খোকার ঈদের পুরো ছুটিখানি
চলল ধুম্-ধারাক্কা খানাখানি
সাথে কোমল ঠা-া পানি।


খুকুর ঈদ
শাহিন আলম

রাত পোহালেই নতুন আলো
কালকে খুশির ঈদ
আনন্দে তাই খুকুর চোখে
আজ আসেনা নিদ।
ভাবছে খুকু পরবে যে কাল
লাল টুকটুক শাড়ি
বন্ধুরা সব ঘুরতে যাবে
ময়না টিয়ের বাড়ি।
কাল দেবেনা পুতুল বিয়ে
মন খারাপের ক্ষণ-
থাকবেনা কাল কারও ঘরে
সবার হাসি মন।
এসব ভেবে ক্লান্ত চোখে
স্বপ্নে হারায় খুকু
লাল নীল সব পরীর সাথে
কাটায় রাত্রিটুকু।


ঈদের জামা
আকরাম সাবিত

ঈদ এসেছে শাম্মি-সেলির
হৃদয় ভরা ফুর্তি,
বাবার টাকায় কিনবে তারা
ভীষণ দামি কুর্তি।

ছেঁড়া কাপড় সেরা মডেল
এটাই তাদের লক্ষ্যে,
কিনতে এসব সাধ হবেনা
গরীব লোকের পক্ষে।

অনেক টাকার শপিং হবে
কারণ- আছে সাধ্য,
কথায় কথায় পয়সা দিতে
আব্বু তাদের বাধ্য।

ঈদের জামা কিনতে তারা
করলো অনেক খর্চা,
টাকার জোরে তাদের জ্ঞানে
ধরলো নাকি মরচা?

ইচ্ছে করে কিনলো নাকি
ভুল করেছে চিনতে,
এসব জামা রাস্তা-ঘাটে
যাচ্ছে পাওয়া কিনতে!

ঈদের চমক
কে. এইচ. মাহাবুব

ঈদের হাট ঈদের বাজার
ঈদের কেনা কাটা
ঈদে মামা আনবে জামা
যায়না ভিড়ে হাটা।
ঈদের চাঁদ ভিশন ফাঁদ
দেখতে ভারি বাঁকা
বইয়ের পাতা লেখার খাতা
ছবি তারি আঁকা।
ঈদের চমক মামার ধমক
হঠাৎ আসে বাড়ি
আমি তখন যাই চলে
করে থাকি আড়ি।



 

Show all comments
  • খন্দকার ওবাইদুর রহমান জিলানী ১১ মে, ২০২১, ১০:৪০ এএম says : 0
    সিয়াম শেষে মোঃ ওবাইদুর রহমান (জিলানী) ঈশ্বরদী,পাবনা। তোমায় দেখতে আসবো বন্ধু ফুলের পরিচয়ে, সিয়াম শেষে খুশির দিনে ঈদের চাঁদ হয়ে। নীলাম্বরের তারা হয়ে নিশিরাতে ভয়ে, কোন মতেই থামবো না বাঁধা-পরাজয়ে। তুমি বন্ধু তৈয়ার থেকো আমার আগমনে, সুগন্ধি আর সু-পোশাকে ঘুরবো দুই জনে। ক্লান্তি নিয়ে মজার খানা খাবো ক্ষণে ক্ষণে, যথা সময় আসবো চলে উড়ে সমীরণে। সুখের হোক জীবন তোমার স্বপ্ন এবং নিদ, উৎসব হোক মহানন্দের স্বার্থক হোক ঈদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের ছড়া

৪ জুলাই, ২০১৬
আরও পড়ুন