Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানসম্মত শিক্ষায় কোনো আপোষ নয় মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোস করা যাবে না। মাতাপিতার পরেই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। গতকাল রোববার সিটি কর্পোরেশন কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক পরিচালিত কলেজ শিক্ষক সমিতির সাথে মতবিনিময় সভায় মেয়র একথা বলেন। চসিক কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাহেদুল কবির চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল, অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল প্রমুখ।
এদিকে মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল মিডওয়াইফারী ইনস্টিটিউটে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারী কোর্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে জুনিয়র মিডওয়াইফারি ২১ তম ব্যাচের নবীন বরণ ও ক্যাপ পরিয়ে দেন মেয়র নাছির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ