Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে তিন ভবনের সম্প্রসারণ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) তিনটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে। ভবনগুলো হলো মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন, কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র ও ডরমেটরি ভবন। গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে পৃথকভাবে ভবনগুলোর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় প্রো- ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। সৌন্দর্য বর্ধন কমিটির আহŸায়ক প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ^বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্প থেকে এসব ভবনের সম্প্রসারণের কাজ করা হচ্ছে। যেখানে মীর মশাররফ হোসেন ভবনের সম্প্রসারণের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি ৪১ লাখ টাকা। ভবনটির কাজের জন্য রুপালী কন্সট্রাকশনের সাথে ৫ কোটি ৯ লাখ টাকায় চুক্তি হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ কাজ শেষ হবে। এর ফলে তিন তলা ভবনটি চার তলায় উন্নিত হবে। এদিকে ইবি চিকিৎসা কেন্দ্রের ঊর্ধ্বমুখী এক তলা সম্প্রসারণের জন্য প্রকৌশল ও নির্মাতা কোম্পানীর সাথে ১ কোটি ৮৮ লক্ষ টাকায় চুক্তি হয়। যার জন্য মেগা প্রকল্পে বাজেট ছিল ২ কোটি ৯ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ