Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতুমীর হয়ে আসছেন নিরব

মারুফ সরকার : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সৈনিক তিতুমীরকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ডায়েল রহমান। ইতোমধ্যে এর চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। তিতুমীর চরিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়ক নিরবকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এটি নির্মিত হচ্ছে শিশির কথাচিত্রের ব্যানারে। নিরব বলেন, সিনেমাটির চরিত্র ও গল্প শোনার পর এতে চুক্তিবদ্ধ হয়েছি। ঐতিহাসিক প্রেক্ষাপটে খুবই সুন্দর একটি গল্প। প্রায় পনে দুইশ বছর আগের ঘটনায় নির্মিত হবে সিনেমাটি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের তৎকালীন সময়ের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি মহান এই ব্যক্তিকে জানতে সহায়তা করবে। আগামী এপ্রিল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, তিতুমীর বাংলার প্রজাকুলের ওপর স্থানীয় জমিদার, ইউরোপীয় নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন। তার নাম সৈয়দ মীর নিসার আলী। প্রাথমিক পর্যায়ে তার আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। মুসলিম সমাজে শিরক ও বিদাতের অনুশীলন নির্মূল করা এবং মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন অনুসরণে উদ্বুদ্ধ করাই ছিল তার আন্দোলনের প্রাথমিক লক্ষ্য। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে ‘বাঁশের কেল্লা’ তৈরি করে বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা। উল্লেখ্য, পরিচালক ডায়েল রহমান এর আগেও ঐতিহাসিক ফরায়েজী আন্দোলন নিয়ে নির্মাণ করেন ‘ফরায়েজী আন্দোলন’। এতে মূল চরিত্রে অভিনয় করেন আমিন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ