প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তাহসান ও নুসরাত ইমরোজ তিশা জুটি নাটক ও বিজ্ঞাপনে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন। একসঙ্গে তাদের পারফরমেন্স দর্শক উপভোগ করেন। এ ধারাবাহিকতায় ভালবাসা দিবস উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটির নাম বেঁচে থাকার গান। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। নাটকে তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তারা দুজন এবং তাদের একমাত্র সন্তানকে নিয়েই নাটকের গল্প তৈরি করা হয়েছে। তাহসান বলেন, তিশার সঙ্গে এর আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেগুলো দর্শকপ্রিয় হয়েছিল। এবারের নাটকের গল্পও সুন্দর। আশা করছি, এ নাটকটিও দর্শকের ভালো লাগবে। তিশা বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে স্বাচ্ছন্দে অভিনয় করা যায়। এ নাটকে আমাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আমার বিশ্বাস, নাটকের গল্প দর্শকের ভালো লাগবে। নাটকটি আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।