Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টিভির সাথে ঈদের নাটক নিয়ে জাহিদ হাসানের চুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বৈশাখী টিভির সাথে আসন্ন ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে পুস্পিতা ভিজ্যুয়ালস-এর ব্যানারে দুটি নাটক নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা জাহিদ হাসান। ৭ পর্বের এ ধারাবাহিক নাটক দুটির নাম ‘দ্য জেন্টলম্যান’ ও ‘বুড়া জামাই’। নাটক দুটি চিত্রনাট্য ও পরিচালনা করবেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। এরমধ্যে ‘বুড়া জামাই’ নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। নাটক দুটির প্রধান চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। জাহিদ হাসান ছাড়াও নাটকের সম্ভাব্য অভিনেতা অভিনেত্রীরা হলেন, আরফান আহমেদ, সাজু খাদেম, নাবিলা ইসলাম, সায়লা সাবি, কাজল সুবর্ণ প্রমুখ। সম্প্রতি বৈশাখী টিভি ভবনে এ উপলক্ষে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বৈশাখী টিভির পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং পুস্পিতা ভিজ্যুয়ালসের কর্ণধার অভিনেতা জাহিদ হাসান। এ সময় বৈশাখী টিভির অনুষ্ঠান ও বিপনন উপদেষ্টা বেনু শর্মা, অনুষ্ঠান প্রধান আহসান কবির, প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান, মার্কেটিং ইনচার্জ রাশেদ সীমান্ত এবং অভিনেতা আরফান আহমেদ উপস্থিত ছিলেন। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, জাহিদ হাসানন পরীক্ষিত ও জনপ্রিয় একজন অভিনেতা। আগামী দুটি ঈদে বৈশাখী টিভির দর্শকরা তার অভিনীত নাটক দেখতে পাবেন। জাহিদ হাসানের সঙ্গে আমাদের এ মিশন সফল হবে বলেই আমার বিশ্বাস। আগামীতেও আমাদের এ পথচলা অব্যাহত থাকবে- তেমন আশা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ