Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২২ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্ণ হয়েছে আজ। দলের প্রধানের মুক্তির দাবিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এর আগে সকাল ১১টায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শাহবাগ মোড়, আজিজ সুপার মার্কেট, পিজি হাসপাতালসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সাথে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ