পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ ডিসি-ডিএম সম্মেলনে যোগ দিতে ত্রিপুরার উদ্দেশ্যে ত্রিপুরা গেছেন ক্লাস্টার-৬ এর আওতাধীন ফেনী জেলার চার সদস্যের একটি প্রতিনিধি দল। ক্লাস্টার-৬ এর অন্তভর্‚ক্ত চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দলও তাদের সাথে যোগ দেন।
গত বুধবার বিকালে ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর সীমান্তপথে প্রতিনিধি দল ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন। এর আগে ক্লাস্টার-৫ ও ৬ এ অন্তর্ভুক্ত কুমিল্লা জেলার প্রশাসকসহ প্রতিনিধি দল মঙ্গলবার বৈঠকে যোগ দিতে ত্রিপুরা গেছেন। ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী চার জেলা ও ত্রিপুরা রাজ্যের ৪ জেলার প্রশাসকদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে অস্ত্র ও চোরাচালান রোধ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে নির্যাতন বন্ধ, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।