Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে আক্রান্ত হননি কোনো বাংলাদেশি

করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে চীনা দূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়ছেন তার দেশে (চীন) থাকা কোনো বাংলাদেশি এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হননি। একইভাবে বাংলাদেশে থাকা কোনো চীনাও এই ভাইরাসে সংক্রমিত হননি। সেজন্য এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় তার সঙ্গে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়্যান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশে থাকা চীনা দূতাবাস এবং উন্নয়ন প্রকল্প বা কোম্পানিতে কর্মরত আমাদের কোনো নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি। একইভাবে গোটা চীনে অবস্থানরত কোনো বাংলাদেশিও এই ভাইরাসে সংক্রমিত হননি। তাই সবার প্রতি আমার আহ্বান, সাধারণ নাগরিকরা সতর্ক থাকবেন, কিন্তু তারা যেন আতঙ্কিত না হয়ে পড়েন, কোনো গুজবের যেন শিকার না হন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, বাংলাদেশ সরকার চীনা নাগরিকদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদ‚ত বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮ হাজার চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই নববর্ষের ছুটিতে চীন গেছেন। এখন তাদের ফিরতে কিছুটা দেরি হতে পারে। সে কারণে প্রকল্প শেষ হতে এক থেকে দুই মাস আরো দেরি হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, করোনা ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। অতীতে ইবোলা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাসে যেসব লোক আক্রান্ত হয়েছে, সেই তুলনায় করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা খুবই কম।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়ানোর পর এখন পর্যন্ত দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা, এমনকি কিছু দেশ সব ধরনের ভিসা দেয়াও বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

এই পরিস্থিতিতে মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে বেইজিংয়ে বাংলাদেশ দ‚তাবাস এক নির্দেশনায় জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কর্মরত চীনের কোম্পানিগুলো যেন স্বদেশ থেকে কর্মী নিয়োগে বিরত থাকে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকরা যেন আপাতত স্বদেশে ভ্রমণ না করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ