রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মহেশপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার সহকারী কমিশনার হিসাবে যোগদানের পর উপজেলা ভূমি অফিসে সততা স্টোর স্থাপন করে সেবা গ্রহনকারীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন। দালাল মুক্ত উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষ নিজের কাজ নিজেই করে যেতে পারছেন।
গত ২৬ জুলাই ২০১৭ মহেশপুরে সহকারী কমিশনার হিসাবে যোগদানের পর সুজন সরকার তার নিজ অফিসে হেল ডেস্ক স্থাপন করেছেন। হেল্প ডেস্কে একজন কর্মকারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। সেবা গ্রহনকারীরা হেল্প ডেস্কের কর্মচারীর নিকট তাদের বিভিন্ন ধরনের সেবা গ্রহন সংক্রান্ত আবেদন জমা দিয়ে একটি সিলিপ নিচ্ছেন, এরপর হেল্প ডেস্ক থেকে তাদের কাজের অগ্রগতি ও কোন কাজের জন্য কোন কর্মকর্তার সাথে কখন দেখা করবেন তাও জানতে পারছেন। জরুরী সেবা গ্রহনকারীদের সুজন সরকার তাৎক্ষনিক সেবা দানের চেষ্টা করছেন।
এ ছাড়া মহেশপুর উপজেলা ভূমি অফিসে স্থাপিত সততা স্টোর হতে সেবা গ্রহনকারীরা ন্যায্য মূলে টাকা দিয়ে বিভিন্ন মূল্যমানের স্ট্যাম্প ক্রয় করতে পারছেন। সততা স্টোরে বিনামূল্যে নামজারী ফরমসহ ভূমি সংক্রান্ত সব ধরনের ফরম বিনা মূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। ফলে দালাল ছাড়াই সেবা গ্রহনকারীরা সব ধরনের সেবা পাচ্ছেন।
এ ছাড়া সুজন সরকার ১৫ অক্টোবর ২০১৭ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তার প্রশাসনিক দক্ষতার কারনে মহেশপুর উপজেলার উন্নয়নে সমন্বিত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
ভূমি অফিসে সততা স্টোর স্থাপন সম্মন্ধে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ইনকিলাবকে বলেন দুদকের আদলে উপজেলা ভূমি অফিসসহ সকল ইউনিয়ন ভূমি অফিসে সততা স্টোর স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।