পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী নিয়ে ঢাকার ধামরাইয়ে বাস খাদে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ঘটনায় আহতদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া আহত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, সকালে বাসটি আশুলিয়ার বাইপাইল থেকে পরীক্ষার্থীদের নিয়ে ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হরিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এ সময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।