Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক: হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রোগ্রাম এইচএসডিপি’র অতিরিক্ত অর্থায়নে এক’শ পঞ্চাশ মিলিয়ন এবং বস্তিবাসীদের আবাসন নির্মাণে সহায়তা বাবদ পঞ্চাশ মিলিয়নসহ দু’শো মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক। রাজধানীর আগারগাঁয় পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই ঋণ চুক্তি সাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেইন এই চুক্তিতে সাক্ষর করেন। স্বাস্থ্য খাতে অতিরিক্ত দেড়’শ মিলিয়ন ডলার জেলা পর্যায়ের হাসপাতাল গুলোর বর্জ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নে ব্যয় করা হবে। বস্তিবাসীর জন্য সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পিকেএসএফ আবাসন নির্মানের কাজে পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণ বরাদ্দ হিসেবে খরচ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ