Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিম সঙ্কটে পড়বে জিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অচল বা ব্লকড সিম বিক্রির অনুমতি না পেলে আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে গ্রামীণফোনের সিম সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। গতকাল সোমবার জিপি হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার এ আশঙ্কার কথা জানান তিনি। ইয়াসির আজমান বলেন, বড় সমস্যা হচ্ছে আমরা কোনো নম্বর সিরিজ পাচ্ছি না যে রিসাইকেলিং করা যায়, সে নম্বর আমাদের হাতে নেই এখন। আগামী এক সপ্তাহ পরে একটি সিচুয়েশন আসবে, আমরা নম্বর দিতে পারব না। গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন ০১৭ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে ২০১৫ সালে নতুন সিরিজের আবেদন করার পর নতুন সিরিজ দেওয়া হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বরে গ্রামীণফোনের জন্য বরাদ্দ ০১৩ সিরিজে ০১৩০ দিয়ে এক কোটি এবং ০১৩১ দিয়ে এক কোটি অর্থাৎ দুই কোটি সিম বিক্রির অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে প্রামীণফোনের সক্রিয় গ্রাহক এখন ৭ কোটি ৬৪ লাখ। ইয়াসির বলেন, আমরা এই মুহুর্তে খুব ভীত যে পেঁয়াজের মতো আরেকটি সিচুয়েশন হবে, এটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যদি নম্বর দিতে না পারি। মার্কেটে সিমের প্রাইস অনেক বেড়ে যাবে, এটি একটি বড় চ্যালেঞ্জ।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের কাছে দুইভাবে সিম আসে, নতুন নম্বর সিরিজ আসে এবং আরেকটি হল এক্সিস্টিং নম্বর সিরিজ চাঙ্ক হয়ে যায় একটি সার্টেন পিরিয়ডের পর, রেগুলেটরের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী রিসাইকেলিং করার পারমিশন আমরা পাই। এই রিসাইকেলিং করার অনুমোদনটা রেগুলেটরের কাছ থেকে পাচ্ছি না। এ কারণে আমাদের ৩ মিলিয়ন এক্সিস্টিং রিসাইকেলিং করা সিম আটকে গেছে। আমাদের হাতে যে নম্বরগুলো আছে সেই নম্বর দিয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের বেশি মার্কেটের ডিমান্ড কভার করা যাবে না। গ্রামীণফোনের প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার নম্বর দরকার হয় বলে দাবি করেন কোম্পানির সিইও। তিনি বলেন, এটি (অনুমতি) না হলে সমস্যা হবে। তবে কারও সিম হারিয়ে গেলে সেটি উত্তোলনে সমস্যা হবে না। বিটিআরসি সিদ্ধান্ত অনুযায়ী, অপারেটরদের কোনো সিম ১৫ মাস অচল থাকলে তা আবার নতুন করে বিক্রি করা যাবে। অপারেটরগুলো এ ধরনের সিম চিহ্নিত করার পর বিটিআরসির কাছ থেকে অনুমোদন নিয়ে বিক্রি করে থাকে। ইয়াসির আজমান বলেন, দেশজুড়ে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে সহায়তা করার পরিকল্পনা নিয়েছেন তারা। পাশাপাশি দেশব্যাপী আরও শিশুদের সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।#



 

Show all comments
  • বিশ্ব বাটপার জিপি ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২০ এএম says : 0
    বিশ্ব বাটপার জিপি
    Total Reply(0) Reply
  • H M Mijanur Rahman ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২০ এএম says : 0
    পড়ুক, Gp বন্ধ হয়ে যাক।কোন সমস্যা নাই।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    হলেই ভালো, একটা প্রতারক কোম্পানি।
    Total Reply(0) Reply
  • কামাল ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    সাধারণ গ্রাহকের সাথে তারা যেভাবে প্রতারণা করে তাদের সঙ্কটে পড়াই ভালো।
    Total Reply(0) Reply
  • কামাল রাহী ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
    প্রলোভন দেখিয়ে বেশি বেশি সিম বিক্রি করে এখন সঙ্কটে পড়েছে!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ