Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে নতুন শাড়ি না পেয়ে আত্মহত্যার চেষ্টা!

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নিজের বা শ্বশুরবাড়ি নয়, চম্পা খাতুন (২৫) এবার ঈদ করবেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঈদে চম্পা তার স্বামী মিলনের কাছে একটি শাড়ির বায়না ধরেছিলেন। কিন্তু তার স্বামী তাকে সেই শাড়ি কিনে দিতে পারেননি। আর তাই হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তিনি।
চম্পা খাতুনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। স্থানীয়রা জানান, ঈদে শাড়ি কিনে না দেওয়ায় শনিবার সকালে স্বামী মিলনের সঙ্গে ঝগড়া হয় চম্পা খাতুনের। এরপরই বেলা ১১টার দিকে অভিমান করে হারপিক পান করেন তিনি।
পরে বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার আরও অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
বর্তমানে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন চম্পা খাতুন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন।



 

Show all comments
  • farjana ২ জুলাই, ২০১৬, ৭:৫২ পিএম says : 0
    a abar kamon kotha ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ