Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতু প্রকল্পের ৩৫ কর্মকর্তা ঘরে বন্দি

চীন থেকে ফেরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

পদ্মাসেতুসহ দেশের যেসব উন্নয়ন প্রকল্পে চীনের প্রকৌশলী শ্রমিক ও কর্মকর্তারা কাজ করছেন, সেসব প্রকল্প এলাকায় সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মাসেতু এলাকায় মাস্ক ব্যবহার করতে দেখা গেছে প্রকৌশলী ও শ্রমিকদের। এর মধ্যে চীনে ছুটি কাটিয়ে পদ্মাসেতু প্রকল্পের কাজে ফেরা ৩৫ চীনা কর্মকর্তা ঘরে বন্দি অবস্থায় সময় কাটাচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত কি না, সেই আশঙ্কা থেকেই ঘরের ভেতর সময় কাটাচ্ছেন চীন থেকে ফেরা এসব কর্মকর্তা। কারও সঙ্গে দেখা-সাক্ষাৎও করছেন না তারা। সেতু নির্মাণকারী কোম্পানির দেশীয় প্রধান লিও জিমিংও রয়েছেন এসব কর্মকর্তার মধ্যে।
পদ্মা সেতু নির্মাণের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। এই কোম্পানির প্রধান অফিস চীনের হুবেই প্রদেশের উহান শহরে। ওই শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর শহরটিকে এখন যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তবে হুবেই ছাড়াও চীনের প্রায় সব প্রদেশেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ফলে চীন থেকে যারা আসছেন, তাদের বিশেষ সতর্কতার মধ্যে থাকার নির্দেশনা রয়েছে। তাছাড়া, করোনাভাইরাস ১৪ দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে শরীরে। ভাইরাসের লক্ষণ না থাকলেও চীন থেকে আসা ব্যক্তিদের অন্তত ১৪ দিন বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সে নির্দেশনা অনুযায়ীই পদ্মাসেতু প্রকল্পের এসব কর্মকর্তা ঘরবন্দি অবস্থায় আছেন।
প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পদ্মাসেতুকে কর্মরত বেশ কয়েকজন চীনা কর্মকর্তা তাদের নববর্ষের ছুটিতে দেশে গিয়েছিলেন। গত সপ্তাহের বিভিন্ন সময় তারা দেশে ফিরেছেন। তাদের কারও মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই। তারপরও যেহেতু ১৪ দিন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই তাদের সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের একজন কর্মকর্তা জানান, পদ্মাসেতু প্রকল্পের মূল কাজের সঙ্গে উহানের নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ সেখানেই পদ্মাসেতু প্রকল্প নির্মাণকারী কোম্পানির প্রধান কার্যালয় এবং সেখানেই যাতায়াত সবচেয়ে বেশি হয়।
পদ্মাসেতুর চারটি স্প্যান এখনো চীনে নির্মাণ বাকি রয়েছে। চীনা নববর্ষের ছুটি শেষে সেই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই নির্মাণ কাজে বাধা পড়তে পারে। এদিকে, পদ্মাসেতুর প্রকল্প এলাকা থেকে নতুন করে কেউ চীনে ছুটি কাটাতে বা সফরে যাচ্ছেন না। তবে অনেকেই চীনা নববর্ষের ছুটিতে চীনে গিয়েছিলেন এবং এখনো ফেরেননি। তাদের বাংলাদেশে ফিরতে দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রæপ মূল সেতু নির্মাণের কাজ করছে। আর প্রকল্পের নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো করপোরেশন। এর মধ্যে সিনোহাইড্রোর প্রধান কার্যালয় চীনের বেইজিংয়ে হলেও মেজর ব্রিজের প্রধান কার্যালয় হুবেইয়ের উহানে।



 

Show all comments
  • Alamgir Ahammed ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২১ এএম says : 0
    ইন্ডিয়াতে অলরেডি একজন সনাক্ত করা হয়েছে ।আখাউড়া সহ সব স্থলবন্দরগুলোতে ভাল পদক্ষেপ দিতে হবে।তাছাড়া চীনের সব ধরনে ফ্লাইট বাতিল না করলে আমাদের দেশে ছড়িয়ে পড়বে! আর একবার যদি হয়ে যায় তাহলে কন্ট্রোল করা মুসকিল!
    Total Reply(0) Reply
  • শুদ্ধাচারী রাখাল ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
    বিশ্ব মোড়লদের উচিত চীনকে কষে থাপ্পড় মারা (ইচ্ছে মত কুরআন লিখতে চাওয়ার ঘোষণা দেয়া ও উইঘুরে মুসলিমদের উপর বর্বর নিধনযজ্ঞ চালানোর জন্য) ও বিশ্বব্যাপী তওবা আয়োজন করা নিজেদের নিরব থাকার জন্য যদিও তারা তা করবে না। নয়ত অস্ট্রেলিয়ার কি হুশ ফেরা উচিত ছিল না?
    Total Reply(0) Reply
  • Mohan Ashraf ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
    অসচেতন,ঘনবসতির বাংলাদেশে ভাইরাস ছড়ানোর ঝুঁকি নিঃসন্দেহে চীন থেকেও বেশি। তারা দেশে এসে নিজেদের বিপদ তো বাড়াচ্ছেই,আর সাথে করে ভাইরাস নিয়ে আসলে তো এখানে মহামারি লেগে যাবে
    Total Reply(0) Reply
  • Tuhin Khan ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
    করোনো ভাইরাসের সংক্রমণের পর থেকে এ পর্যন্ত যতো লোক মারা গেছে।এই সময়ের মধ্য তার চেয়ে বেশি লোক আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মারাগেছে। এ-ই নিয়ে কারো কোন চিন্তা-ভাবনা নাই।
    Total Reply(0) Reply
  • Omar Faruque ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৩ এএম says : 0
    দয়াময় মহামহিম আল্লাহর নাফরমানিতে ডুবে আছে সারা দুনিয়ার মানুষ। হায় আল্লাহ আমাদের মাফ কর,ক্ষমা কর, সঠিক পথে পরিচালিত কর। তোমার দয়া ছাড়া আমরা সঠিক পথে চলতেও পারব না। দয়া কর প্রভু।
    Total Reply(0) Reply
  • Aronya Raaz Roy ১ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৩ এএম says : 0
    চীন সরকার এর উচিত তাদের বিমানবন্দরে নজরদারি রাখা। নয়তোবা সারাবিশ্বে এই ভাইরাস ছড়িয়ে যাবে। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ