পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চীনে করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। এই ভাইরাসে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৩ জনের। আর সংক্রমণ ছড়িয়েছে ৯ হাজারেরও বেশি মানুষের মধ্যে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে ভাইরাস আটকাতে মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হলেও বাজারে সেটি মিলছে না।
গতকাল দুপুরের দিকে পাওয়া খবরে, করোনাভাইরাসের ভয়ে চীনের বেশ কয়েকটি শহরকে বাকি দেশের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে লোক চলাচল প্রায় নেই বললেই চলে।
এদিকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও বাজারে তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ফলে ভাইরাস থেকে বাঁচতে অভিনব পন্থা নিয়েছেন চীনা নাগরিকরা। সহজলভ্য যে কোনও জিনিস মুখের মধ্যে সেঁটে কাজ চালাচ্ছেন উহান, সাংহাই-সহ অন্যান্য প্রদেশের লোকজন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, কেউ বাতাবি লেবুর খোসা পরিস্কারের পর কায়দা করে মাস্ক বানিয়ে মুখ লাগিয়েছেন। কেউ কেউ আবার পানির বোতল, স্যানিটারি প্যাড ব্যবহার করেছেন। মারাত্মক ভাইরাস থেকে বাঁচাতে মাস্ক হিসেবে মুখে মহিলাদের অন্তর্বাস পড়তেও দেখা গেছে। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।