Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি অর্থায়নের অভিযোগ

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

তিন উপজাতির ব্যাংক হিসাব জব্দ
অর্থনৈতিক রিপোর্টার : জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কাজে অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ৩ উপজাতির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হিসাব বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অভিযুক্তরা হলেন ডা. রান উইন সো, মং প্রু চিং মারমা ও চিংনু মারমা। এদের মধ্যে ডা. রান উইন সো এবং মং প্রু চিং মারমার ব্যাংক হিসাব রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চট্টগ্রামের দোভাষী বাজার শাখায়। চিংনু মারমার ব্যাংক হিসাব রয়েছে কৃষি ব্যাংকের রাঙ্গামাটি শাখায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. রান উইন সো, মং প্রু চিং মারমা ও চিংনু মারমার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬(১)/৭/১০/১৪ ধারা অনুযায়ী ২০১৫ সালের ৮ আগস্ট রাঙ্গামাটি পুলিশ একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, এই তিন ব্যক্তি জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কাজে অর্থায়নের সাথে জড়িত।
এদের অর্থের উৎসের সন্ধানে রাঙ্গামাটি পুলিশের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক তালাশ করে অভিযুক্ত ৩ জনের ব্যাংক হিসাব খুঁজে বের করে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের দোভাষী বাজার শাখায় ডা. রান উইন সো ও মং প্রু চিং মারমা ব্যাংক হিসাব রয়েছে, যার হিসাব নং যথাক্রমে ১২৪১-২২০০-০০৬৬৩৯ ও ১২৪১-২২০০-০১১০৯৮। এছাড়া চিংনু মারমা কৃষি ব্যাংকের রাজস্থলী শাখার মাধ্যমে লেনদেন করেন, যার হিসাব নং-২৬৯৬। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এদের ব্যাংক হিসাব বন্ধ করতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ডা. রান উইন সো ও মং প্রু চিং মারমা এবং হলা চিংনু মারমার হিসাবসমূহের মাধ্যমে জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অর্থায়ন করা হচ্ছে, যা সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬(১) (ক) (ই) ধারা মোতাবেক সন্ত্রাসী কার্য সংঘটনের অপরাধ হিসেবে সংজ্ঞায়িত। এই হিসাবসমূহের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অর্থায়ন করা হয়ে থাকলে জননিরাপত্তা বিঘিœত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হিসাবসমূহের হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হিসাব বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া এ তিন ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, রাঙ্গামাটি পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের কয়েকটি ব্যাংকে পরিদর্শন চালানো হয়। এতে দেখা যায়, এই তিন ব্যক্তির ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও কৃষি ব্যাংকে হিসাব রয়েছে। আমরা এই সব অ্যাকাউন্ট স্থগিত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি অর্থায়নের অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ