পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : শহীদ হামজা ব্রিগেড নামে কথিত একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে রাজধানী ঢাকার উত্তরা থেকে আ স ম মনজুর এলাহী ওরফে মঞ্জুর (৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, তিনি হাটহাজারী থানার একটি মামলায় ৩৩ নং ও বাঁশখালী থানার একটি মামলায় চার্জশীটে ২৬ নং আসামী। এ দু’টি মামলার অন্যতম আসামী ব্যারিস্টার শাকিলা ফারজানা ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, গত মঙ্গলবার ঢাকার উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংক ও আর নিজাম রোড শাখা থেকে ৪ লাখ ২০ হাজার টাকাসহ ৫ লাখ টাকা জঙ্গি কার্যক্রমে দেয়ার অভিযোগ আনা হয়। দু’টি মামলাতেই তাকে আসামী করা হয়েছে। ইতোমধ্যে মামলা দু’টির চার্জশীট দেয়া হয়েছে। শুরু থেকেই মঞ্জুর পলাতক ছিল বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
তবে মঞ্জুরের আইনজীবীরা এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা আদালতে আইনগত লড়াই চালিয়ে যাবেন। মনজুর এলাহীর গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামে। তার পিতার নাম অধ্যাপক সুলতান আহাম্মদ। বুধবার র্যাব তাকে আদালতে চালান দিলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।