Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা ব্যাংক লিমিটেডের অনন্য উদ্যোগ ‘প্রটেকশন প্লাস’

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বুধবার যমুনা ব্যাংক উদ্বোধন করল এক ভিন্ন ধরনের সেবা ‘প্রটেকশন প্লাস’। সব অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিশেষ সুবিধা নিয়ে বাংলাদেশে প্রথমবার কার্ড ব্যবহারকারীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধার ব্যবস্থা করল ব্যাংক। যে কোন অ্যাকাউন্টধারী যারা ডেবিট কার্ড ব্যবহার করেন শুধুমাত্র তারাই এই উপকার বা সুবিধা পেতে পারেন। আইটিসিএল, মাইক্রএন্সিউর, প্রগতি জীবন বীমা এবং যমুনা ব্যাংক সম্মিলিতভাবে কাজ করেছেন যমুনা ব্যাংক গ্রাহকদের জন্য এই সুবিধা প্রদান করতে। শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, একেএম সাইফুদ্দিন আহমদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড, ওসমান হায়দার, পরিচালক, ব্যবসা ও উদ্যোগ আইটিসিএল, জুবায়ের আহমেদ, ট্রানজেকশন প্রসেসিং ব্যবসা ও উদ্যোগের প্রধান, ফাহাদ বিন মাহবুব, সিনিয়র ম্যানেজার আইটিসিএল ও মীর রাশেদুল হোসেন, কান্ট্রি ম্যানেজার, মোশাররফ আলম খান, সিনিয়র অপারেশন্স ম্যানেজার মাইক্রএন্সিউর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘প্রটেকশন প্লাস’ হচ্ছে যমুনা ব্যাংকের গ্রাহকদের একটি বিনামূল্যে লেনদেনের মাধ্যমে জীবন বীমা পাবার বিশেষ ব্যবস্থা। যমুনা ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে সহজে লেনদেনের মাধ্যমে প্রতি মাসে লেনদেনের মোট মূল্যের উপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হবে। ‘প্রটেকশন প্লাস’ সঞ্চয়ী ও নিরাপত্তার দুই সুবিধাই প্রদান করবে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনা ব্যাংক লিমিটেডের অনন্য উদ্যোগ ‘প্রটেকশন প্লাস’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ