Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মৃদু ভূমিকম্প সিলেট-সুনামগঞ্জে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ২:৫৯ পিএম

আজ দুপুরে সিলেটে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। সোমবার বেলা ১টা ১০ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প রিখটার স্কেলে কত মাত্রায় ছিল তা এখনও জানা যায়নি। জানা যায়, সিলেটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ