Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গা-ফরিদপুর রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৩:২৪ পিএম | আপডেট : ৮:৫১ পিএম, ২৬ জানুয়ারি, ২০২০

নানা অব্যাবস্থাপনায় বন্ধ হয়ে যাওয়া ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত ৩০ কিলোমিটার রেলপথ পুন:সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। ভাঙ্গা রেল ষ্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অবকাঠামো) অতিরিক্ত ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী শাহ সুফী নুর মোহাম্মদ, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এখন থেকে প্রতিদিন সকাল ও সন্ধায় রাজবাড়ী এক্সপ্রেস নামের ট্রেনটি সকাল ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে ভাঙ্গায় পৌছুবে সকাল সাতটা ৫০মিনিটে। ট্রেনটি ইঞ্জিন ঘুরিয়ে সকাল সোয়া আটটায় ফের যাত্রা করবে রাজবাড়ীয়র উদ্ধেশ্যে। এছাড়া এই ট্রেনটি বিকাল পাঁচটা ১০ মিনিটে ছেড়ে ভাঙ্গায় পৌছাবে সন্ধ্যা সাতটা ০৫মিনিটে। পরে ইঞ্জিন ঘুরিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ফের যাত্রা করবে রাজবাড়ীর উদ্ধেশ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ