Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গারো পাহাড় এলাকায় র‌্যাবের অভিযান ৫০ হাজার গুলি উদ্ধার

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০১৬

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বুরুঙ্গা কালাপানি এলাকায় র‌্যাবের অভিযানে মাটি খুঁড়ে ৫০ হাজারের বেশি গুলি উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ সোমবার ভোরের দিকে র‌্যাব-৫ এর একটি দল ভুরুঙ্গা কালাপানি এলাকায় ওই অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত এসএমজি ও এলএমজির ৫০ হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসব গুলি কারা সেখানে রেখেছে সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
র‌্যাব-৫ এর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এবং কোম্পানি কমান্ডার মোব্বাশেরুল ইসলামের নেতৃত্ব একটি দল গতকাল রোববার ভোর রাত থেকে সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই পাহাড়ের চারটি স্থান থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে। ড্রামগুলোতে অস্ত্র থাকতে পারে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার সকালে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ