বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহরের জামতলায় ১২ বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আমিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টি এলাকায় লুৎফর রহমান মিয়ার টিনশেডের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার আমিন একই বাড়ির ভাড়াটিয়া এবং লালমনিরহাট জেলার বাদাই এলাকার মৃত তৌহিদ উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হাসিব জানান, শ্লীলতাহানির খবর পেয়ে আমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলার প্রস্তুতি চলছে।
কিশোরীর পরিবার জানায়, সন্ধ্যায় ওই কিশোরী ঘরে শুয়ে ছিল। এ সময় পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়া আমিন জানালা দিয়ে মেয়েটিকে নিজের মুঠোফোনে থাকা অশালীন ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে কিশোরী চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন উপস্থিত হয়ে লম্পট আমিনকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।