বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। রেজিস্ট্রার সূত্রে, গত ৪-৬ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৮ টি অনুষদের অধীনে মোট ৩৪ টি বিভাগে ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে ৩য় অপেক্ষমান তালিকার ভর্তি প্রক্রিয়া এখনও চলছে।
গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভর্তির শেষ সময় থাকলেও ‘বি’ ইউনিট, ‘ডি’ ইউনিট এবং প্রতিবন্ধী কোটার জন্য ভর্তির সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, ‘বি’ ইউনিট ও প্রতিবন্ধী কোটায় শিক্ষার্থীরা আগামী ২৮ জানুয়ারি এবং ‘ডি’ ইউনিটের শিক্ষার্থীরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সুযোগ পাবে। এছাড়াও আগামী ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।