বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিমানের হজ টিকিটের যৌক্তিক ভাড়া পুনঃনির্ধারণে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল বৃহস্পতিবার চলতি বছরের হজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিতসংবাদ সম্মেলনে হাব এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ দাবি জানান।
রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও সউদী আরবে হজের কোনো ধরনের চার্জ বাড়েনি। জ্বালানি তেলের মূল্য উল্টো কমেছে। ফলে এ বছর বিমান ভাড়া বৃদ্ধির কোনো কারণ নেই। বিমান ভাড়া জনপ্রতি এক লাখ ১৪ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অযৌক্তিক ভাড়া মেনে নেয়া হবে না। হজ টিকিটের পুরো বিষয়টি রিভিউ করে একাডেমিক পর্যালোচনার মাধ্যমে বিমানের জন্য ভালো লাভ রেখে বিমান ভাড়া পুননির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হাব সভাপতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর হজযাত্রীর কোটা ১০ হাজার বাড়িয়ে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন করা হয়েছে। হাব সভাপতি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় বিমান কর্র্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের চেয়ে অতিরিক্ত ১২ হাজার টাকা বৃদ্ধি করে ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। এই বর্ধিত বিমান ভাড়া হাব নেতৃবৃন্দ মেনে নেয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, মহাসচিব ফারুক আহমদ সরদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ই্য়াকুব শরাফতী, মাওলানা ফজলুর রহমান, আটাব মহাসচিব মাজহারুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।