Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি বহিষ্কারের দাবিতে চবিতে ছাত্রলীগের ঝাড়ু মিছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৩:৫৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরাই।
রেজাউল হক রুবেল ছাত্রলীগের সিএফসি গ্রুপের সভাপতি। তার বহিস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার বিপক্ষ গ্রুপ ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছে।

এদিন দুপুর পৌনে ১২টায় এ এফ রহমান হলের সামনে থেকে বের হয়ে কেন্দ্রীয় মসজিদের মূল ফটকের সামনে গিয়ে এ ঝাড়ু মিছিল শেষ হয়।

মিছিলে প্রত্যেকে ঝাড়ু উত্তোলন করে ‘এক দফা এক দাবি’ রুবেল তুই কবে যাবি’ শ্লোগান দেন ছাত্রলীগ কর্মীরা।

তবে মিছিল ক্যাম্পাসে বেশি দূর যেতে পারেনি। পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ