পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেন। আরো আগেই এই চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মাণ করার দরকার ছিল। যাই হোক এই চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল নগরীরর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে পরিকল্পনা বিভাগ কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি মন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মাণের জন্য আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে এসব কথা বলেন মন্ত্রী।
এম এ মান্নান বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়। কিন্তু পরিতাপের বিষয় হল, জাতির জনকের প্রতিষ্ঠিত চত্ত¡রে এই মহান মানুষটিকে শ্রদ্ধা নিবেদনের জন্য কোন প্রকার ব্যবস্থা নেই বিধায় স্থায়ী ম্যূরাল নির্মাণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।