Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে আইনজীবীরা অবরুদ্ধ

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে আইনজীবীদের অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। একই ঘটনায় তারা পঞ্চগড়-ঢাকা মহাসড়কও অবরোধ করে রেখেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়।
সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে জেলা আইনজীবী সমিতির কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে জজকোর্টের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান ও নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন আইনজীবী আদালত চত্বরের সামনে তেঁতুলিয়াগামী একটি বাসের চালক ও হেল্পারকে মারধর করেন। খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা জজকোর্টের চারদিকে অবস্থান নিয়ে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দাঙ্গা পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ