বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। গতরাতে ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন-মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে আলামিন হাওলাদার (১৮), মো. আব্দুল কাদেরের ছেলে রুবেল হাওলাদার (২০), ফজলুল হক ফরাজির ছেলে মো. মোহসীন ফরাজি (৩৪)।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজারে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। এ সময় মোহসীন ফরাজির কাছ থেকে ২৯ হাজার ৫শ’ টাকা, রুবেলের কাছ থেকে ২ হাজার টাকা ও আলামিন হাওলাদারের শরীর তল্লাশি করে ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।