Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোর-রাজশাহী রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২য় দিনের মতো বন্ধ রয়েছে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল।
বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দু’টি কাউন্টার বন্ধ করে দেয় নাটোর বাস মালিক সমিতির লোকজন। এর জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হয়।
এতে গতকাল থেকে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রীরা।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই মালিক সমিতির মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে কি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ