Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:৪৮ এএম, ২ জুলাই, ২০১৬

সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভারের ডগরমোড়া এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে সাভারের রপ্তানিমুখী কারখানা জালাল আহমেদ নিট কম্পোজিটর লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা জানান, মে মাসের বেতন এখনো দেয়া হয়নি।
সাভার শিল্প পুলিশ জানায়, এ সময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ ১-এর ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
এ ঘটনায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ