Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে জাল টাকাসহ আটক ১

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জালটাকা দিয়ে কেনাকাটা করতে এসে মো. বোরহান উদ্দিন (১৮) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতরাতে বাজারের কাপড়িয়া পট্টিতে কাপড়ের দোকানে টাকা লেনদেনের সময় সন্দেহ হলে ১০ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ীরা তাকে পুলিশে সোপর্দ করে। বোরহান উদ্দিন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌকিদার বাড়ীর আবুল খায়ের মাস্টারের ছেলে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বলাই চন্দ্র জানান, বোরহান জাল টাকা সরবরাহকারী চক্রের সদস্য। কাপড়ের দোকানে দু’টি ৫০০ টাকার নোট দেন। কিন্তু দোকানদার এগুলোকে জাল বললে তাৎক্ষণিক তিনি ওই দু’টি নোট ছিঁড়ে ফেলেন। পরে তাকে আটকে রেখে বাকি ১৮টি ৫০০ টাকার নোট জব্দ করা হয়। আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ