Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদগঞ্জে চার দোকানে আগুন

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতি বার ভোর রাতে ওই বাজারের পূর্ব গলিতে জহিরুল ইসলামের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।
চান্দ্রা বাজারের ব্যবসায়ী বারাকাত উল্লা খান জানান, আগুন মুহূর্তেই হোটেলের দুই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে জহির উদ্দিনের ঢাকা হোটেল, কবির হোসেনের মুদি দোকান, রুহুল আমিনের মুরগির দোকান ও হাসানাতের টিনের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ