বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলায় জঙ্গি তৎপরতা ও নাশকতার অভিযোগে শিবিরের চার কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকল ৬টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- মনপুরা উপজেলার কাউয়ারটেক গ্রামের হারুনের ছেলে নুর হোসেন, লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ গ্রামের আবু তাহেরের ছেলে আফজাল, চরফ্যাশন উপজেলার চর কচ্চপিয়া গ্রামের সিরাজুলের ছেলে সাইফুল এবং এওয়াজপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আকবর।
ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আক্তারুজ্জামান জানান, গোপন বৈঠকের মাধ্যমে শিবির কর্মীরা জঙ্গি তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওয়েস্টার্ন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।