রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, গরিব অসহায়দের সহযোগিতা করা হচ্ছে জনপ্রতিনিধিদের কাজ। তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা গরিব অসহায়দের পাশে দাঁড়ালে সরকার ও রাষ্ট্রের মর্যাদা বাড়ে। গতকাল শনিবার সকালে রাউজান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় ময়দানে নব নির্মিত ইউপি ভবন কমপ্লেক্স উদ্বোধন, মিলন মেলা, সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় নোয়াজিষপুর ইউনিয়ন চেয়ারম্যান লায়ন সরোয়ার্দি সিকদারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী। মিলন মেলা উদযাপন পরিষদের সচিব মুসলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার বাবুল প্রমুখ। অনুষ্টানে অদুদিয়া উচ্চ বিদ্যালয় ১৯৮৮ ব্যাচের পক্ষ হতে পরিচ্ছন্ন সমাজ কর্মী ইউপি চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার ও মুসলিম উদ্দিন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী ৬ কোটি টাকা ব্যয়ে নতুনহাট বাজার ভিত্তি প্রস্তর ও আধুনিকভাবে নির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।