রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে একটি ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ মণ ভেজাল গুড় তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও রাসায়নিক ক্যামিকেল ধ্বংস করেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া গ্রামের আলম আলীর এই ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভেজাল গুড় ব্যবসায়ী আলম পলাতক থাকায় কোনো জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি জানান, খবর পেয়ে অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে খেজুরের ঝোলাগুড়, চিনি, কাপড়ের রং, সোডা ও আটা দিয়ে তৈরি করা ১৫ মণ ভেজাল খেজুরের গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করি। পরে জব্দ করা ভেজাল গুড় ও উপকরণ ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।