Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামের মিলন মেলা ২০২০

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ৬:১৭ পিএম

১৭০ বছরের পূরোনো ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে আজ শনিবার স্কুল ময়দানে মিলনমেলা/২০২০ শুরু হয়েছে। সকাল ৮-৫৫মিনিটে জাতীয় পতাকা, স্কুল পতাকা ও মিলনমেলা পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে এক বর্ণাঢ্য র‌্যালী নোয়াখালী জেলা শহর প্রদক্ষিণ করে। এতে শত শত প্রাক্তন ছাত্র র‌্যারীতে অংশগ্রহন করেন। এছাড়া দিনভর আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৮৫০ সালে নোয়াখালী পূরাতন শহরে নোয়াখালী জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী পূরাতন শহর মেঘনা নদীগর্বে বিলীন হলে নোয়াখালী জেলা শহরে জিলা স্কুল স্থানান্তরিত হয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণপদে কর্মরত ছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যাংকার, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও বিদেশে কর্মরত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ