Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীজীর বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না

পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া দরবার শরীফের ৭৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে গত বৃহস্পতিবার পীর সাহেব মো. আবু বকর সিদ্দিক আল কাসেমী বলেছেন, কেউ নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন তাহজ্জুদের নামাজ ছাড়া ওলী হওয়া যায় না, ফজর ও মাগরিব নামাজের পর জিকিরের উত্তম সময়, জিকির করলে কলবে শান্তি আসে, তাই বেশি বেশি জিকির করবেন। লাইলাহা ইল্লাল্লাহু সর্বত্তম জিকির, যারা তোমার অতি আপন তারাই তোমাকে মৃত্যুর পর গোসল করাবে, কবর আমল নামা ছাড়া কাউকে চিনবে না। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাইল বিন হারুনি। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ