Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

একটি ক্যামেরা নিয়ে ঝগড়ার জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে ইয়াসিন (১৭) নামে এক কিশোর। গত মঙ্গলবার রাতে নরসিংদী শহরের ইনডেক্স প্লাজার সামনে এই হত্যাকাÐ সংঘটিত হয়েছে।

নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মিলন মিয়ার পুত্র ইয়াসিনের দীর্ঘদিনের বন্ধু ছিল দেলোয়ার হোসেন আদনান, মারুফ ওরফে ভাগিনা মারুফ এবং শুয়েব। মাস খানেক পূর্বে মোটা ফারুক তার বন্ধু আলিফকে ৫০০০ টাকা ধার দেয়। নির্ধারিত সময়ের মধ্যে আলিফ ধার নেয়া টাকা ফেরত দিতে না পেরে তার একটি ডিএসএল ক্যামেরা ভাগিনা ফারুকের নিকট বন্ধক রাখে। এই বন্ধকি ক্যামেরাটা নিয়ে গত সোমবার তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। ঝগড়ার সময় ইয়াসিন ও আলিফ ভাগিনা মারুফ ও দেলোয়ারকে মারধর করে। এই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে দেলোয়ার ও ভাগিনা ফারুকের পরামর্শে ইনডেক্স প্লাজার সামনে মোটা ফারুক ইয়াসিনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু ঘটে।

রাতেই নরসিংদী গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আড়াই হাজারের আবদুল্লাহপুর এলাকার জহুর আলমের ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ (২১), মনোহরদী একদুয়ারিয়ার গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন আদনান (২১), সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মোর্শেদ আলমের ছেলে মারুফ ওরফে ভাগিনা মারুফ (২০), পৌর শহরের বানিয়াছল এলাকার গাজী আসাদের ছেলে শোয়েব (৩৫) নামে চারজনকে গ্রেফতার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ