Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যবিপ্রবি শিক্ষার্থীকে অপহরণ

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিসারিজ বিভাগের রাশেদ (২৩) নামে এক শিক্ষার্থীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছেলের সন্ধান চান তালা উপজেলার সাতপাখিয়া গ্রামের আব্বাস গাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রাশেদ যশোরের কদমতলা পাঠশালা কোচিং সেন্টারের মেসে থাকতেন। গত ২১ জুন বিকেলে রাশেদকে তার ল্যাপটপসহ একটি গাড়িতে করে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রাশেদের বন্ধুদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়েও গত ৯ দিনে ছেলের সন্ধান পাননি তারা।
এ ঘটনায় তিনি গত ২৫ জুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশেদ কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত ছিল না।
তিনি ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ