প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রেডিও প্লেরাইটিং প্রতিযোগিতার পান্ডুলিপি জমা নেয়া শুরু হয়েছে। বৈশ্বিক এ প্রতিযোগিতার পান্ডুলিপি জমা নেয়া হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। ‘রেডিও ড্রামা’র মাধ্যমে সারা পৃথিবীর দর্শকদের কাছে পৌঁছাতে নাট্যকারদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখকদের চিত্রনাট্য জমা দিতে আহ্বান জানিয়েছে আয়োজকরা। যেকোনো বিষয়ের ওপর চিত্রনাট্যটি লেখা যেতে পারে, তবে এর দৈর্ঘ্য হতে হবে ৫৩ মিনিট। এ বছর শ্রেষ্ঠ রেডিও প্লে’র জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২টি পুরস্কার, মাতৃভাষা ও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বিভাগে প্রথম পুরস্কার দেয়া হবে। পুরস্কার বিজয়ী দু'জন লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে তারা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে স¤প্রচারের জন্য তাদের রেকর্ডকৃত নাটক দু'টি দেখতে পাবেন। গত বছর মাতৃভাষা বিভাগে কোলেট ভিক্টর রচিত ‘গড'স মাসির্’ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছিল। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিক ও লেখক জর্জি মার্কোভ'র (১৯২৯-১৯৭৮) সম্মানে প্রতিযোগিতার শর্টলিস্ট থেকে সম্ভাবনাময় চিত্রনাট্য বাছাই করে তাকে বিশেষ প্রশংসাপত্র দেয়া হবে। বিগত আসরে রেকর্ডসংখ্যক ১শ’ ১২টি দেশ থেকে প্রতিযোগী অংশ নিয়েছিল। দেশগুলোর মধ্য থেকে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিশর, কসভো, আইসল্যান্ড এবং রাশিয়া সংক্ষিপ্ত তালিকায় ছিল। এ বছর প্রতিযোগিতাটি শুরু উপলক্ষে, ‘আ ব্রোকেন হার্ট ইন অ্যা ওয়ারজোন’ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে পুনরায় স¤প্রচার করা হয়েছে। এটি অনলাইনে পাওয়া যাচ্ছে এবং ডাউনলোড করা যাবে। এ উপলক্ষে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংলিশের কন্ট্রোলার ম্যারি হোকাডে বলেন, 'এই দুর্দান্ত প্রতিযোগিতাটি লেখকদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের লাখ লাখ শ্রোতাদের নিজেদের লেখা নাটক শোনানোর জন্য একটি অনন্য সুযোগ। এবার প্রতিযোগিতাটির ২৭তম আসর চলছে। লেখকদের কাছ থেকে কোন ধরনের চিত্রনাট্য জমা হবে, যেখানে চিত্রনাট্যের শক্ত গাঁথুনি থাকবে, যা সারা পৃথিবীর দর্শকদের সাথে সম্পৃক্ত করতে পারে। এ রকম চিত্রনাট্যে পেতে আমরা উন্মুখ হয়ে আছি।' ব্রিটিশ কাউন্সিলের থিয়েটার অ্যান্ড ড্যান্স'র পরিচালক বলেন নীল ওয়েব বলেন, প্রতিযোগিতাটি লেখকদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুর্দান্ত এবং সুপ্ত প্রতিভাময় তরুণদের সম্পৃক্ত করা যায়। প্রতিযোগিতার ২৬তম আসরে নতুন এবং প্রতিষ্ঠিত মিলিয়ে ১৫'শরও বেশি লেখক নিবন্ধন করেছিলেন। এবারের আসরে আমরা নতুন লেখকদের কাছ থেকে উদ্ভাবনী ও বৈচিত্রময় গল্প পাওয়ার ব্যাপারে আশাবাদী। এ কর্মসূচি নিয়ে ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বজুড়ে নতুন নাট্যকার তৈরিতে ও তাদের পরিচর্যায় সহায়তা করবে। পাশাপাশি, এ প্রতিযোগিতা শিল্পীদের জন্য নতুন সুযোগ তৈরিতে এবং যুক্তরাজ্যের সাথে সম্পর্কোন্নয়নে সহায়তা করবে।’ চিত্রনাট্যের সংক্ষিপ্ত তালিকা ও বিচারকমন্ডলীর তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। বিগত আসরে বিচারকদের মধ্যে ছিলেন কোয়ামে কোয়ে কাওমি কিউই আরমা, ডেম আইলিন অ্যাটকিনস, ডরিস লেসিং, রয় উইলিয়ামস, সাবরিনা মাহফুজ এবং ইন্দিরা ভার্মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।