Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে শাকিবের পাসওয়ার্ড-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত সিনেমা ‘পাসওয়ার্ড’-এর টেলিভিশন ‘স্বত্ব’ ক্রয় করেছে চ্যানেল আই। সিনেমাটি পরিচালনা করেন মালেক আফসারী। এতে জুটিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও বুবলী। গত বছর সিনেমাটি মুক্তি পায়। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আই সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে। ওইদিন দুপুর ৩.০৫ মিনিটে সিনেমাটি চ্যানেল আইতে দেখানো হবে। ‘পাসওয়ার্ড’-এর টেলিভিশন ‘স্বত্ব’ বিক্রয় সম্পর্কে শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গত বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ‘পাসওয়ার্ড’ ব্যবসাসফল হয়েছে। এবার এটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে, তাই টিভি ‘স্বত্ব’ চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।’ উল্লেখ্য, গত বছরের ঈদুল ফিতর উপলক্ষে জুন মাসে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ