রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে গত রোববার রাত সাড়ে ৮টার সময় প্রতিপক্ষের হামলায় আবু সাইদ মোল্যা (৫৩) নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। সে গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় অন্তত আরও ৪/৫ জন আহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, বড়রিয়া মেলা থেকে রাত সাড়ে ৮টার দিকে ৩টি মটর সাইকেলে করে ইউনুচ শিকদার সমর্থক আবু সাইদ মোল্যা ৮/৯ জনকে সাথে নিয়ে বাড়িতে ফেরার পথে মফিজ মীনা সমর্থক ইমরুলের লোকজন মৃত নওশের শেখের বাড়ির সামনে রাস্তার উপর তাদের গাড়ির গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে। গুরুত্বর আহত অবস্থায় সাইদ মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে ডা. তাকে মৃত ঘোষণা করেন। সাইদ মোল্যা বালিদিয়া গ্রামের মৃত ইউনুচ মোল্যার ছেলে।
এ ঘটনায় ২টি ঘর ও খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিত শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।