Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

টঙ্গীতে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

টঙ্গীর পাগাড় এলাকায় রোববার রাতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্ন্কিান্ডের ঘটনায় মেশিনপত্র, কাঁচামাল ও তৈরি পণ্যসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রোববার রাত ৩টায় টঙ্গীর পাগাড় এলাকার হাইটেক প্লাস্টিক কারখানায় অগ্নিকাÐের খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। আগুনের ভয়াবহতায় সেখানে আরো দুটি ইউটিনট গিয়ে তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা ভোর বেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে কারখানার যাবতীয় সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার পরিচালক গৌতম কুমার কুÐ জানান, তারা কারখানায় প্লাস্টিক ম্যাটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি করেন। রাত ৩টার দিকে বৈদু্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ